ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের চিন্তা-ভাবনা মাথায় রেখেই স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে।


তিনি বলেন, যেহেতু এখানে একটি আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফুটবল ও ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবো। যাতে করে সেই মানের খেলাগুলো এখানে হয় সেই ব্যবস্থা করবো।


গতকাল মঙ্গলবার বিকালে কুষ্টিয়ায় ৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়াম নির্মাণ কাজ পরিদর্শন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


এ সময় পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাইরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার নন্দীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page